দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: গৌরবের পথচলায় ২১ বছর পূর্ণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। শুক্রবার ছিলো এই বিশ্ববিদ্যালয়ের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০০৩ খ্রিষ্টাব্দের ৩ মে প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরীর নেতৃত্বে একঝাঁক নিবেদিতপ্রাণ মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যের পথ ধরে এগিয়ে চলেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। তরুণ শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের গুরুদায়িত্ব দক্ষতার সাথে পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, সিলেট শহরতলির বটেশ্বরস্থ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বৃহৎ নিজস্ব ক্যাম্পাস, উন্নতমানের ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, শিক্ষা সহায়ক কার্যক্রমসহ প্রয়োজনীয় সকল আয়োজন রয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজন, অ্যাগোডার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তাঁরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ীসহ সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, সিলেট তথা বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এই লক্ষ্য বাস্তবায়নে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি প্রতিষ্ঠানটি। গুণগতমানসম্পন্ন শিক্ষা প্রদানকেই ব্রত হিসেবে নিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এরই প্রেক্ষিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা দুনিয়াজুড়ে বিখ্যাত সব প্রতিষ্ঠানে কাজ করছেন, বিশ্ব দরবারে সম্মানিত করছেন বাংলাদেশকে। সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।