বছরের দেড় মাস অতিক্রান্ত হলেও এখনো সরকারি বিনামূল্যের সব বই পাননি পিরোজপুরের ইন্দুরকানীর নবম শ্রেণির শিক্ষার্থীরা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার কথা থাকলেও এবার কোনো কোনো শ্রেণির ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। ইতোমধ্যে ২ দফায় বই বিতরণ করা হলেও এখন পর্যন্ত উপজেলার স্কুল ও মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থীরা বিনামূল্যের সব পাঠ্যপুস্তক পাননি। ফলে এ শ্রেণিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যঘাত ঘটছে। উপজেলা শিক্ষা প্রশাসনের কর্তারা বলছেন, বই আসা মাত্র তা প্রতিষ্ঠানগুলোকে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
দক্ষিণ ইন্দুরকানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দৈনিক শিক্ষাডটকমকে জানান, তার প্রতিষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণির কোনো বই পৌঁছায়নি।
উপজেলার উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসার সুপার আব্দুস সালাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, তার প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি পেয়েছেন।
শিক্ষকরা দৈনিক শিক্ষাডটকমকে বলছেন, ক্লাসে পড়া দিলেই শিক্ষার্থীরা বই না পাওয়ার অজুহাত দিচ্ছে।
ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নবম শ্রেণির বই এখনো আসেনি। বই আসামাত্র প্রতিষ্ঠানে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।