নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়, গত বুধবার (২০ সেপ্টেম্বর) এনএসইউতে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণা উপর আরোচনা সভাতে প্রধান আলোচক ছিলেন মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউটের (আইকেএমএএস) পরিচালক অধ্যাপক ড. সুফিয়ান জুসোহ। তার মূল বিষয়বস্তু ছিল মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির (ইউকেএম) সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণার সম্ভাবনা।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহমেদ। আলোচনায় প্রধান অতিথি আইকেএমএএস-এর পরিচালক ড. সুফিয়ান জুসোহ সংশ্লিষ্ট বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে সেমিনার পরিচালনা, গবেষণা এবং পেশাদার সার্টিফিকেট কোর্স তৈরিতে সহযোগিতা করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন। এসময় দুই ইউনিভার্সিটির মধ্যে ছাত্র বিনিময়, পিএইচডি গবেষণা এবং পোস্টডক্টরাল বিষয় নিয়েও আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন ড. মাহমুদ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।