নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধীনে পরিচালিত ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ প্রোগ্রামের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। পেশাগত সক্ষমতা গড়ে তুলতে এবং নিউজরুম এবং শ্রেণিকক্ষের মধ্যে ব্যবধান কমাতে গত বছর এ প্রোগ্রামটি শুরু হয়েছিলো। এই উপলক্ষে রোববার এনএসইউর সিন্ডিকেট হলে বর্ষপূর্তি উদযাপনের আয়োজন করা হয়। পরে এনএসইউ কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। অধ্যাপক আতিকুল আধুনিক প্রযুক্তিতে দক্ষ গণমাধ্যম কর্মী গড়ে তুলতে এনএসইউ'র দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি কৃষি বিষয়ে তাঁর বিখ্যাত টিভি প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কারিগরি অগ্রগতি এবং অত্যাধুনিক গবেষণাসহ বিভিন্ন বিষয়ে চতুর্থ শিল্প বিপ্লবে সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এনএসইউর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ার এবং এনএসইউর এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক সবাইকে স্বাগত জানিয়ে 'মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম' প্রোগ্রামের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন। মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. হারিসুর রহমান মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম প্রোগ্রামের বিগত বছরের যাত্রা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. সামিখশা কৈরালা, ফ্যাকাল্টি আসিফ বিন আলীসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহযোগী অধ্যাপক এবং এনএসইউর পাবলিক রিলেশনস অফিসের পরিচালক ড. এস এম রেজওয়ান উল আলম। সবাইকে ধন্যবাদ জানান মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. তৌফিক ই এলাহী।