তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যোগদান করতে না পারা বা এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের তাদের বাড়ির কাছের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য প্রায় তিনশ’ শিক্ষকের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।
এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা এমপিওভুক্তি ও যোগদান নিয়ে জটিলতায় পড়া ২৮৩ জন শিক্ষকের তালিকা প্রস্তুত করেছি। তারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ নিয়ে যোগদান করলেও শূন্যপদের ভুল তথ্যের কারণে এমপিওভুক্ত হতে পারছিলেন না। এসব শিক্ষককে বাড়ির কাছের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এমপিও জটিলতায় পড়া শিক্ষকদের প্রাথমিক সুপারিশ করা হবে। চতুর্থ গণবিজ্ঞপ্তির আগেই তাদের জটিলতা সমাধান করতে চাচ্ছি।
প্রসঙ্গত, ২০২১ খ্রিষ্টাব্দের ৩০ মার্চ শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আবেদন গ্রহণ করে সে বছরেরই ১৫ জুলাই ৩৮ হাজার ২৮৩ জন প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক নিয়োগ সুপারিশ করা হয়। পরে গত
জানুয়ারি মাসে চূড়ান্ত সুপারিশ পেয়ে ফেব্রুয়ারিতে নতুন শিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন। কিন্তু যারা সুপারিশ পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন, তাদের কেউ কেউ পদ সংক্রান্ত জটিলতা, সরকারিকরণ, ভুল চাহিদা ইত্যাদি কারণে এমপিওভুক্ত হতে পারেননি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি। গত জুন মাসে তাদের তথ্য সংগ্রহ করেছিলো এনটিআরসিএ।