তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পেয়ে এমপিও জটিলতায় পড়া ২৬৮ জনকে নিয়োগের নতুন সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের নিয়োগের একটি শর্ত স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সুপারিশ পাওয়া প্রার্থীদের সুপারিশপত্রের ৮ নম্বরে ওই শর্তটি উল্লেখ আছে।
বুধবার এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুপারিশপত্রের ৮ নম্বর শর্তের বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শূন্য পদে ২৬৮ জন প্রার্থীকে প্রতিস্থাপন করা হয়। ওই সুপারিশ পত্রের ৮নং শর্তের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ওই শর্তটি নিম্নরূপভাবে স্পষ্টিকরণ করা হলো।
৮ নম্বর শর্তের স্পষ্টীকরণে এনটিআরসিএ বলছে, ৩য় নিয়োগ চক্রের এমপিওভুক্ত পদে আবেদন করে যেসব প্রার্থী বিভিন্ন কারণে এমপিওভুক্ত হতে পারেননি তাদের মধ্য থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ২৬৮ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে প্রতিস্থাপন করা হয়। পরবর্তীতে দেখা যায় কোন কোন প্রার্থী এমপিওভুক্ত হতে পারেননি বলে এনটিআরসিএতে আবেদন করলেও প্রতিস্থাপনের আগেই তারা ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছেন। ৮নম্বর শর্তটি তাদের জন্য প্রযোজ্য। যে সমস্ত প্রার্থী ৩য় নিয়োগ চক্রের আগে থেকেই ইনডেক্সধারী ছিলেন এবং ইনডেক্সধারী প্রার্থী হিসেবে ৩য় নিয়োগচক্রে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ৮নম্বর শর্ত প্রযোজ্য হবে না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।