এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূল ফটকে অবস্থান নিয়েছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা। তারা বিভিন্ন কলেজের অনার্স-মাস্টার্সের সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছেন।
এ দাবি আদায়ে সোমবার শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা দাবি করেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। ‘বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সাড়ে পাঁচ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেছি। রোববার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। আমরা শিক্ষকরা রাত দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূলফটকে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
এক প্রশ্নে জবাবে তিনি আরো বলেন, গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আমাদের সঙ্গে বসেছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি দায় এড়ানোর চেষ্টা করেছেন। আমরা বলেছি, সরকারি হওয়া কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা অ্যাডহক নিয়োগ পাচ্ছেন, আমরা অযোগ্য নই। কিন্তু তিনি আমাদের দাবির বিষয়ে আশানরূপ কিছু বলেননি।
অনার্স-মাস্টার্স শিক্ষকরা বলছেন, এমপিও নীতিমালায় তাদের এমপিওভুক্তির কোনো নির্দেশনা নেই। অপর দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সারাদেশের সাড়ে ৫ হাজার শিক্ষক তাই বিনাবেতনে বা স্বল্প বেতনে কর্মরত আছেন। এমপিওভুক্ত হতে না পারায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। এ শিক্ষকরা সবাই এনটিআরসিএর দেয়া শিক্ষক নিবন্ধন সনদধারী। এ সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে ১৪৪ কোটি টাকা প্রয়োজন হবে বলেও জানিয়েছেন তারা। অনার্স-মাস্টার্স শিক্ষকরা তাদের এমপিওভুক্ত করতে সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।