দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: এমপিওর দাবিতে এবার আন্দোলনে নামছেন বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ পাওয়া নতুন শিক্ষকরা আন্দোলনে নামছেন। আগামীকাল সোমবার এমপিও দাবিতে তারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করবেন।
রোববার রাতে শিক্ষকরা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া ২ হাজার ৭২৯ জন শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি। বিষয়টি নিয়ে দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তায় ‘পৌনে তিন হাজার নতুন শিক্ষকের ভাগ্য আটকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলো।
কারিগরির নতুন শিক্ষকরা বলছেন, প্রায় পাঁচ মাস ধরে এ শিক্ষকদের একজনও এমপিও পাননি। তাদের বেতন ভাতা হচ্ছে না। কারিগরি শিক্ষা অধিদপ্তর কোনো বকেয়া বেতন দেবে না বলে জানিয়েছে। দ্রুত এমপিওভুক্তি ও বকেয়া বেতনভাতার দাবিতে সোমবার সকালে তারা মানববন্ধন করবেন।
জানা গেছে, স্কুল-কলেজের এমপিও নীতিমালায় নতুন শিক্ষকদের যোগদান থেকে বকেয়া পাওয়ার সুযোগ থাকলেও মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় সে সুযোগ রাখা হয়নি। তাই স্কুল-কলেজের শিক্ষকরা যোগদান থেকে বাকেয়া বেতন পেলেও মাদরাসা ও কারিগরি শিক্ষকরা সে সুযোগ পান না।
আরো পড়ুন : পৌনে তিন হাজার নতুন শিক্ষকের ভাগ্য আটকা
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।