প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও এর দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে পদযাত্রার উদ্দেশ্যে শাহবাগে জমায়েত হতে দেখা যায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (২৪ আগস্ট) সকালে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এই জমায়েত করে শিক্ষকরা।
এসময় আন্দোলনকারী শিক্ষকরা 'দাবি মোদের একটাই, অনলাইনে আবেদনকৃত সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও চাই' ব্যানারে এই জমায়েত হন।
পদযাত্রা উপলক্ষে 'প্রতিবন্ধী শিক্ষক কেন থাকবে বঞ্চিত? এখন চাই এমপিওকরণের গ্যারান্টি' 'শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নয়, প্রতিবন্ধী শিক্ষকিদের অধিকার চাই' 'এক দফা এক দাবি, এমপিও চাই এখনই' সহ নানা স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পদযাত্রায় আসা প্রধান শিক্ষক সেলিম বাচ্চু বলেন, আমাদের দাবি একটাই, আমাদের স্বীকৃতি দিতে হবে ও এমপিও ভুক্ত করতে হবে। আমরা প্রতিবন্ধী বাচ্চাদের সমাজের মূল ধারায় নিয়ে আসার জন্য কাজ করলেও আমাদের পরিবার চলে না। আমাদের দিকে কেও তাকায় না।
আমাদের সঙ্গে কথা বললেই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বুঝবেন, আমরা কতটা অসহায় অবস্থায় আছি উল্লেখ করে এই শিক্ষক আরও বলেন, আমরা যেমন প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি তেমনি সরকারেরও উচিৎ আমাদের দিকটা দেখা। আমরা যেনো ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে পারি সে ব্যবস্থাটা করা।