যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে সেরা ১৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও স্থান পায়নি। তবে, গত বছরের তুলনায় এ র্যাংকিংয়ে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এবার ১৮৬ তম স্থানে অবস্থান করে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এরপর ১৯২তম স্থান অর্জন করে র্যাংকিংয়ে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। গতকাল বৃহস্পতিবার এ র্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন।
জানা গেছে, এ বছর ১৩টি পারফরম্যান্স ইন্ডিকেটরকে বিবেচনায় নিয়ে এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং করেছে।
দেখা গেছে, গত বছরে এই র্যাংকিংয়ে শীর্ষ থাকা ৫ বিশ্ববিদ্যালয়ের এবারো তাদের অবস্থান ধরে রেখেছে। প্রথম স্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে একই দেশের পিকিং বিশ্ববিদ্যালয়। এছাড়া তৃতীয় অবস্থানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, চতুর্থ অবস্থানে ইউনিভার্সিটি অব হংকং ও পঞ্চম অবস্থানে আছে নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর।
এদিকে এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ওই তালিকায় ১৮৬ তম স্থানে আছে ঢাবি। আর ১৯২তম স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
গত বছরের র্যাংকিংয়ের তুলনায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থানের উন্নতি হয়েছে। ২৫১-৩০০ গ্রুপে থেকে গতবারও দেশসেরা হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। গতবার এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম ছিলো না।
তালিকাটি পাঠদান, গবেষণা, জ্ঞান ভাগাভাগি ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী-এই চারটি ক্ষেত্রে ১৩টি সূচক বিবেচনায় আনা হয়। শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয় তালিকায় ঢাবি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইসলাম দখল করে নিলেও, দেশের ৪০১-৫০০ গ্রুপে রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রকাশ করে থাকে। এগুলোর মধ্য আছে টাইমস হায়ার এডুকেশন, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) অন্যতম। আরো কিছু প্রতিষ্ঠান ও সংস্থা বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা করে।