আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠানে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সম্প্রতি প্রকাশিত এক নোটিশে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের অংশ নেয়ার কথা আছে।
সভায় মন্ত্রিপরিষদ সচিবের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের সচিবের প্রতিনিধি, আইসিটি সচিবের প্রতিনিধি, প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের সচিবের প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার সচিবের প্রতিনিধি, টেলিযোগাযোগ সচিবের প্রতিনিধি, বিটিআরসি চেয়ারম্যানের প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের অতিরিক্ত সচিবদের অংশ নিতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।