দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। এক্ষেত্রে এবারো এগিয়ে রয়েছেন মেয়েরা। জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৭৭৬ জন। জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৮৩ হাজার ৩৫৩ জন।
রোববার (১২ মে) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। গণভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষাপ্রতিমন্ত্রী বেগম শামসুন নাহারসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা।
আরো পড়ুন: কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে
চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাস করেছে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। বিদেশি কেন্দ্র থেকে পাস করেছে ২৯৮ শিক্ষার্থী। ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।
এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষাথী। যার মধ্যে ছাত্র ৮ লাখ ৬ হাজার ৫৫৩ ও ছাত্রী ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। ফেল করেছে তিন লাখ ৪১ হাজার ৪৪৪ জন। এর ভেতর ছাত্রী ১ লাখ ৫৯ হাজার ২০৩ ও ছাত্র ১ লাখ ৮২ হাজার ২৪১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ ও ছাত্রী ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৩ হজার ৬৪৫ জন।
যার মধ্যে ছাত্র ১০ হাজার ৬২৩ ও ছাত্রী ১৩ হাজার ২২ জন। ফরম পূরণ করেছিলো ২০ লাখ ৩৭ হাজার ২৪২ শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৯ লাখ ৯৯ হাজার ৪১৭ ও ছাত্রী ১০ লাখ ৩৭ হাজার ৮২৫। এবার ৩ হাজার ৭৯৯ কেন্দ্রে ২৯ হাজার ৮৬১ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।