চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর নির্দিষ্ট সময়ে শিক্ষা বোর্ডে জমা না দেয়ায় ফেল করেছিল জামালপুরের মেলান্দহ উপজেলার ১ হাজার ২১৩ শিক্ষার্থী। তবে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দুটি পরীক্ষা কেন্দ্র থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বিষয় দুটির ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা দিলে তারা পাস করে।
মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া পাস করার বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রসচিবের অবহেলায় নির্দিষ্ট সময়ে ব্যবহারিক বিষয়ের নম্বর শিক্ষা বোর্ডে জমা না দেওয়ায় শিক্ষার্থীদের রেজাল্টে ব্যবহারিক বিষয়ে ফেল এসেছিল। গত বৃহস্পতিবার শিক্ষা বোর্ডে নম্বর জমা দিলে শিক্ষা বোর্ড তা সমন্বয় করে তাদের নতুন ফল অনলাইনে আপডেট করেছে। এ বিষয়ে কেন্দ্রসচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, ‘বিষয়টির সমাধান হয়েছে। তাদের ভর্তি হতে কোনো সমস্যা হবে না।’