বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ঐতিহাসিক ছয়দফা দাবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক সন্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ছয়দফা দাবি দিবস উদযাপন কমিটির আহবায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হক। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ। ঐতিহাসিক ছয়দফা দাবি দিবস উদযাপন উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম.এম. তারিকুজ্জামান। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করে ব্রজমোহন কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে ব্রজমোহন কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।