স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবোমেট্রিক্সের বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১তম ও সারা বিশ্বে ৩ হাজার ২৬৮ তম স্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২৩ খ্রিষ্টাব্দের প্রথম সংস্করণে (জানুয়ারি) ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জবির স্থান ছিলো ১৯তম। সেই হিসেবে এবারের সংস্করণে দুই ধাপ পিছিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ২০২৩ খ্রিষ্টাব্দের দ্বিতীয় সংস্করণের বিশ্ববিদ্যালয় র্যাংকিং (জুলাই) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, ২০০৪ খ্রিষ্টব্দ থেকে ওয়েবোমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এ র্যাংকিং প্রকাশ করে। এ র্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিখণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।