কওমি মাদরাসাকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার চেষ্টা করা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতোমধ্যে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে কওমি মাদরাসাকে মূল ধারায় আনা সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেছেন, ভবিষ্যতে এ পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি সোনারগাঁও হোটেলে নতুন শিক্ষাক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
ওই মতবিনিময় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক ও বিশিষ্টজনরা কওমি মাদরাসার শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বিজ্ঞানভিত্তিক শিক্ষার আওতায় নিয়ে আসার তাগিদ জানান।
সভায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা বলেন, কওমি মাদরাসায় ঢুকলে মনে হয় অন্য রাষ্ট্রে চলে এসেছি। তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা জানেনা। তারা এখনো বিজ্ঞানভিত্তিক শিক্ষার বাইরে আছেন। দেশের মোট শিক্ষার্থীদের একটি অংশ কওমি মাদরাসায় অধ্যয়নরত। তাদের বাদ রেখে পুরো জাতিকে এগিয়ে নেয়া যাবে না।
এ প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদরাসায় এখনো আমরা (নতুন শিক্ষাক্রম নিয়ে) প্রবেশ করতে পারিনি। তবে আমরা আশা করি নতুন শিক্ষাক্রম ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিয়ে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। ধীরে ধীরে কওমি মাদরাসাকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার চেষ্টা করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।