কথা শিল্পীদের মধ্যে অন্যতম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২রা নভেম্বর এই দিনে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহে তার জীবনের প্রথম ১১ বছর অতিবাহিত হওয়ার পর তার বাবা রেলের চাকরি পেয়ে কলকাতায় চলে আসেন।
তারপর তিনি তার পরিবারের সাথে কলকাতায় মনোহরপুকুর রোডে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করেন। পিতার রেলে চাকরি সূত্রে অসম, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে থেকেছেন তিনি। কাটিহারে ক্লাস টু তে ভর্তি হবার সময় ভীষণ দুষ্টু ছিলেন তিনি একথা ‘আমার জীবনকথা’য় আত্মকথায় বলেছেন তিনি।
কুচবিহার ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ পাস করে পাকাপাকিভাবে আবার কলকাতায় চলে আসেন। ১৯৫৫ খ্রিষ্টাব্দে সিটি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পড়েছেন তিনি।
দীর্ঘকাল দেশ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি।
সাহিত্যে তার অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। শিশু সাহিত্যে অবদানের জন্য ১৯৮৫ খ্রিষ্টাব্দে তিনি বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ খ্রিষ্টাব্দে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ২০১২ খ্রিষ্টাব্দে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। এছাড়াও তিনি ১৯৭৩ এবং ১৯৯০ খ্রিষ্টাব্দে আনন্দ পুরস্কার পেয়েছেন।