দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ বৈঠক শুরু হয়। কমিশনের পক্ষে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচ. ই. ওরেট ব্রুস গোল্ডিং। এছাড়াও প্রতিনিধি দলে থাকা অন্য সদস্যরা হলেন- ক্যামেরুনের নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সামুয়্যেল আজু’য়ু ফোনকাম, নাইজেরিয়ার ইনডিপেডেন্ট ন্যাশনাল ইলেক্ট্রোরাল কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর আত্তাহিরু মুহাম্মাদু জেগা, কলম্বো বিশ্ববিদ্যালয়ের ল’ অনুষদের পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল’ বিভাগের প্রফেসর উইলিগামা ভিদানা অ্যারাসচিগি দিনেসা সামার্রারানতে, গর্ভনেন্স অ্যান্ড পিস ডাইরেক্টরেটের ইলেট্রোরাল সাপোর্ট সিলেকশনের অ্যাডভাইজার অ্যান্ড হেড মি. লিনফর্ড এললিওয়েলিয়েন এন্ডুস এবং গর্ভনেন্স অ্যান্ড পিস ডাইরেক্টরেটের পলিটিক্যাল এশিয়ার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার মি. স্বার্থক রায়।
এর আগে সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে ফের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দুইশ’র বেশি বিদেশি পর্যবেক্ষক। এছাড়া ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশি পর্যবেক্ষকদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করবেন।