কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে মাস্টার্সের জন্য যুক্তরাজ্য যাচ্ছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত দে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়ারউইকে অর্থনীতিতে আচরণগত বিজ্ঞান বিভাগে এক বছরের মাস্টার্সে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
জানা যায়, এ বছর কমনওয়েলথ বৃত্তি পেয়েছেন ২৬ জন বাংলাদেশি। অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক, ইউনিভার্সিটি অব এডিনবরাসহ যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে ২০২৪ খ্রিষ্টাব্দে বৃত্তি পেয়েছেন তারা।
সুব্রত দে বলেন, আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি এতো প্রেস্টিজিয়াস স্কলারশীপে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেনো আমার বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো অর্জন নিয়ে আসতে পারি।
সুব্রত দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০১৮ খ্রিষ্টাব্দের ১ জুলাই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মামুদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।