কমেছে ঢাবির বাজেট, গবেষণায় বরাদ্দ আগের মতোই - দৈনিকশিক্ষা

কমেছে ঢাবির বাজেট, গবেষণায় বরাদ্দ আগের মতোই

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সেই সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের জন্য সিন্ডিকেট ৯২৪ কোটি ৫০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে। সেই হিসাবে নতুন অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রায় ১১ কোটি টাকা কমছে।

২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেট প্রায় ছয় শতাংশ বাড়লেও আগের বছরের মতো এবারো গবেষণায় ১৫ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ১ দশমিক ৬৪ শতাংশ। তবে গত অর্থবছরে গবেষণায় বরাদ্দ ঢাবির মোট বাজেটের ১ দশমিক ৬৩ শতাংশ ছিলো।
 
২০২২-২০২৩ অর্থবছরে ঢাবিতে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দেয়া হয়। তখন গবেষণা মঞ্জুরী খাত ১৫ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ পায়।

জানা গেছে, আগামী ২১ জুন বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন অর্থবছরের বাজেট ও চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। 

সিন্ডিকেট সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতনে ২৭৯ কোটি ৯০ লাখ টাকা (৩০ দশমিক ৬৩ শতাংশ), বিভিন্ন ভাতা বাবদ ২১০ কোটি ৬৪ লাখ (২৩ দশমিক ০৪ শতাংশ), পণ্য ও সেবা খাতে ২০৮ কোটি ৪ লাখ টাকা (২২ দশমিক ৭৬ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ বাজেটের ৭৬ দশমিক ৪৬ শতাংশই এ খাতগুলোতে ব্যয় হবে, যা গতবার ছিল ৭০ দশমিক ৬১ শতাংশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন বাবদ ৭২ কোটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সেন্টিনারি মনুমেন্ট নির্মাণবাবদ ৭ কোটি টাকা বাজেট দেখানো হয়েছে।

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯১৩ কোটি ৮৯ লাখ টাকার বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে অনুদান হিসেবে ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাতগুলো থেকে ৮৫ কোটি টাকা আয় ধরা হয়েছে। অর্থাৎ বাজেটে ৬০ কোটি টাকার বেশি ঘাটতি থাকবে। ২০২২-২৩ অর্থবছরে ইউজিসির বরাদ্দ ছিলো ৭৮১ কোটি ৯৪ লাখ টাকা, যা পরে সংশোধিত হয়ে ৭৩৮ কোটিতে নেমে আসে। 

তবে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের দাবি প্রকৃতপক্ষে বাজেটের আকার কমেনি। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত অর্থবছরে পেনশন বাবদ সংশোধিত বাজেট ছিলো ১৯০ কোটি টাকা, এবার তা নেমে এসেছে ১৩৩ কোটিতে। অর্থাৎ প্রায় ৬০ কোটি টাকা কমেছে। কিন্তু পেনশনের হিসেব বাদ রাখলে বাজেট প্রায় ৬ শতাংশ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ইউজিসি বিশ্ববিদ্যালয়কে যে বাজেট বরাদ্দ দেয় তা পর্যাপ্ত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। এই বাজেট থেকে বেতন, ভাতা, সেবা খাতে সমন্বয় করতে গিয়ে গবেষণা খাতে বরাদ্দ আর বাড়ানো যায় না। এবার গবেষণায় ১৫ কোটি টাকা ও উদ্ভাবনের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.002964973449707