করোনা মহামারিতে সরকার পানির মতো টাকা খরচ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ টাকার বিনিময়ে করোনা টিকা দিয়েছে। কিন্তু আমরা বিনামূল্যে টিকার ব্যবস্থা করে দিয়েছি। টিকা শেষ হয়ে গেলে বিশেষ বিমান পাঠিয়ে টিকা আনার ব্যবস্থা করেছি। টিকা সংরক্ষণে ডিপ ফ্রিজ প্রয়োজন ছিল। সেগুলোও কেনা হয়েছে। এসব কাজে অনেক টাকা ব্যয় হয়েছে। করোনাকালে পানির মতো টাকা খরচ করেছি।
তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল পর্যন্ত ভাড়া করা হয়েছে। এসব হাসপাতালে কোটি কোটি টাকা ভাড়া দিতে হয়েছে। তাও দেশের জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি। কারো থেকে একটা পয়সাও নেয়া হয়নি।
তিনি আরো বলেন, করোনায় ডাক্তাররা চিকিৎসা দিতে চাননি। তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছি। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেককেই বিশেষ ভাতা দেওয়া হয়েছে। এরপর তাদের বিশেষভাবে কোয়ারেন্টাইনে রাখতে হয়েছে। এসব খরচ সরকার বহন করেছে।