কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বিশৃঙ্খলা, দ্রুত ব্যবস্থা নিচ্ছে বার কাউন্সিল - দৈনিকশিক্ষা

কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বিশৃঙ্খলা, দ্রুত ব্যবস্থা নিচ্ছে বার কাউন্সিল

দৈনিকশিক্ষা ডেস্ক |

কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তদন্তে দ্রুত ব্যবস্থা নিচ্ছে বার কাউন্সিল অব ইন্ডিয়া। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে এ বার কাউন্সিল থেকে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দিল্লি থেকে পাঠানো হচ্ছে কলকাতায়। প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সঙ্গে কথা বলবেন তাঁরা। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সুত্র এবিপি আনন্দ।

বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মনন মিশ্র বলেন, শুধু বিচারপতির এজলাস বয়কট করাই নয়, স্লোগান তোলা, পোস্টার দেয়ার মতো ঘটনাও ঘটেছে, যা অনভিপ্রেত। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁরা আইনজীবী হওয়ারই যোগ্য নন। তাঁদের ওকালতি করতে দেয়াই উচিত নয়। তাই বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। প্রয়োজন হলে, এই কমিটি ফের বৈঠকে বসবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় বারের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন। সংগ্রহ করবেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য ফুটেজ। ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
 
উল্লেখ্য, গত সোমবার (৯রা জানুয়ারী), বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ। দরজা বন্ধ রেখে অন্যান্য আইনজীবী, বিচারপ্রার্থী ও কর্মীদের ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ। ওই ঘটনায়, হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আড়াআড়ি বিভাজন প্রকাশ্যে চলে আসে। এরপর হাইকোর্টের আইনজীবীদের একাংশ চিঠি দেন বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানকে। চিঠিতে বিক্ষোভকারীদের ক্ষমতাসীন তৃণমূলপন্থী আইনজীবী বলে উল্লেখ করা হয় এবং পদক্ষেপ নেয়ার আবেদন করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0088918209075928