দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী : নরসিংদীতে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী অপহরণের দেড় ঘন্টার মধ্যে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানার পুলিশ। উদ্ধার করেছে অপহৃত কলেজ ছাত্রী এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি কালো মাইক্রোবাস।
মামলার বিবরণে প্রকাশ, বুধবার সকালে কলেজ ছাত্রী তার সহপাঠী বান্ধবীসহ কলেজে যাচ্ছিলেন। সকাল ৯টায় নরসিংদী পৌরসভার সামনে পৌঁছলে অপহরণকারীরা ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানের উদ্দেশে চলে যায়। সহপাঠী ছাত্রী দ্রুত কলেজের স্যারদের ঘটনাটি জানায়। কলেজের পক্ষ থেকে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদকে বিষয়টি অভিহিত করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ তার চৌকস পুলিশ দল নিয়ে অভিযান চালায়। এক পর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টরের সহযোগিতায় মাধবদী এলাকা থেকে গাড়িসহ অপহরণকারীদের আটক করতে সক্ষম হয়। উদ্ধার হয় অপহৃত ছাত্রী। অপহরণকারীরা হলো সদর থানার আলোকবালী এলাকার বাসিন্দা মুজিবুর রহমান, ইফরান ও মবিন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, অপহরণের খবর পাওয়ার দেড় ঘন্টার মধ্যে তিন অপহরণকারীসহ কলেজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে যার নির্দেশে-পরামর্শে অপহরণ করা হয়েছিলো সেই আসামি আশিকুর রহমান অনিক পলাতক রয়েছে। থানায় মামলা হয়েছে। আসামিদের কোর্টে চালান করা হয়েছে। মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপহরণ কাজে ব্যবহৃত কালো মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।