গাজীপুরে কলেজ থেকে মাস্টার্স পড়ুয়া ফেরদৌস হাসান নামে এক ছাত্রকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ২৭টি মামলার আসামি কুখ্যাত রবিন সরদার ও তার বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে হাসানকে তুলে নিয়ে যায়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অপহৃত সহপাঠীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। অপহৃত ফেরদৌস এ কলেজের হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, কলেজ এলাকার কুখ্যাত সন্ত্রাসী রবিন সরদারের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা ফেরদৌসকে ধরে নিয়ে গেছে। অপহৃত ফেরদৌস এ কলেজের হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন সরদারের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেল, ৩টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার নিয়ে ১৫-২০ জন ফেরদৌসকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা সিকদার বলেন, কলেজের সামনে থেকে আমাদের ছাত্র ফেরদৌসকে কে বা কারা ধরে নিয়ে গেছে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, রবিনের বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে। অভিযোগ উঠেছে, রবিনের নেতৃত্বে তার
বাহিনীর সদস্যরা শিক্ষার্থী ফেরদৌসকে ধরে নিয়ে গেছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। রাত ৯টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা হওয়ার আগেই শিক্ষার্থীরা ঘরে ফিরে যান।