একাদশ শ্রেণিতে ভর্তি হতে দুই দিনে ৫ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে একদশে ভর্তির আবেদন শুরু হয়। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ৭৫৩ জন আবেদন করেছেন। তারা মোট ৩০ লাখ ৭৮ হাজারের বেশি আসন পছন্দ দিয়েছেন। প্রতিজন শিক্ষার্থী ৫টি থেকে ১০টি কলেজে আসন পছন্দ দিতে পারছেন।
ঢাকা বোর্ডের কর্মকর্তারা বলছেন, আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম ধাপের আবেদন করা যাবে। এবার একাদশে ভর্তিতে মোট আসন আছে ২৬ লাখের বেশি। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশ ভতিতে আসন সংকট হবে না। তবে কাঙ্ক্ষিত কলেজে চান্স পাওয়া নিয়ে ভাবতে হবে শিক্ষার্থীদের। কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনে কোটায় শিক্ষার্থী মনোনয়ন দেয়া হবে।
শিক্ষার্থীর অনুমতি ছাড়া তার নামে কলেজে ভর্তির আবেদন করা দণ্ডনীয় অপরাধ বলে ভর্তির ওয়েবসাইটে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতি বছরই বিভিন্ন নামধারী কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে তাদের না জানিয়ে আবেদন করে দেয়ার অভিযোগ ওঠে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। তারা কাঙিক্ষত কলেজে আবেদন করতে পারেন না। তাই ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য অন্য কারো সঙ্গে বিনিময়ের ক্ষেত্রে সতর্ক থাকতে ভর্তিচ্ছুদের পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ অধ্যক্ষদের।
জানা গেছে, আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য কোনো পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে। তবে, আদলতের আদেশে চার্চ পরিচালিত কলেজ যেমন নটর ডেম, হলিক্রস নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে।
জানা গেছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
প্রথম ধাপে অনলাইনে একাদশে ভর্তির আবেদন চলবে ১০ থেকে ২০ আগস্ট। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনলাইন আবেদন ও কল সেন্টার বন্ধ থাকবে। ২১ থেকে ২৪ আগস্ট আবেদন যাচাই বাছাই করা হবে। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। ৫ সেপ্টেম্বর রাত আটটায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচনে নিশ্চায়নের সুযোগ পাবেন প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হবে পারে ১৬ সেপ্টেম্বর। একই দিন রাত আটটায় প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।