কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা ও একাডেমিক সূচিতে ছোট্ট একটি ভুল হয়েছে। এতে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল ২০২৩ খ্রিষ্টাব্দের পরিবর্তে '২০২৪ খ্রিষ্টাব্দের' ২১ মে প্রকাশিত হবে বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষকদের কেউ কেউ বলছেন এটি বিভ্রান্তি ছড়াচ্ছে। যদিও অন্যদের মতে, ২০২৩ খ্রিষ্টাব্দের টেস্ট পরীক্ষার ফল ২০২৪ খ্রিষ্টাব্দে যে প্রকাশিত হবে না তা ভালো করেই বোঝা যাচ্ছে৷
গত ২২ ডিসেম্বর কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা ও একাডেমিক সূচি প্রকাশ করা হয়।
ভুলের বিষয়ে দৈনিক শিক্ষাডটকমের দৃষ্টি আকর্ষণ করে এক শিক্ষক জানান, শিক্ষার্থীদের মধ্যে ২০২৩ ও ২০২৪ সংক্রান্ত ভুল বিভ্রান্তি সৃষ্টি করছে। বিষয়টি সংশোধনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
যদিও অন্যরা বলছেন, এটি হয়তো টাইপিং মিস্টেক। ২১ মে রোববার ফল প্রকাশ হবে বলে উল্লেখ আছে। ২০২৩ খ্রিষ্টাব্দের ২১ মে রোববার। ২০২৪ খ্রিষ্টাব্দের ২১ মে মঙ্গলবার। আর ২০২৩ খ্রিষ্টাব্দের টেস্ট পরীক্ষার ফল ২০২৪ খ্রিষ্টাব্দে যে প্রকাশিত হবে না তা ভালো করেই বোঝা যাচ্ছে। তাই ছুটির তালিকায় ছোট্ট ভুল থাকলেও বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
২০২৩ খ্রিষ্টাব্দে কলেজের ছুটি ৭১দিন। শিক্ষাপঞ্জি অনুসারে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর। আর ৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল দেয়া হবে ২১ মে। আগামী ১ ফেব্রুয়ারিত থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে কলেজগুলোতে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।