দৈনিকশিক্ষাডটকম, কাঠালিয়া (ঝালকাঠি) : বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত ঝালকাঠির জেলার কাঁঠালিয়া উপজেলার শিক্ষার্থীরা। বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নতুন বই পেয়ে তাদের আনন্দ উচ্ছ্বাসে যেনো নুতন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ।
কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ সভাকক্ষে বিপুল উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।
এদিন বেলা ১১টায় কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে, এরপর কাঁঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এবং পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব বই বিতরণ সভায় সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আযিম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুজিবুর রহমান, মো. জলিলুর রহমান আকন, সহকারি শিক্ষা অফিসার কিং ফয়সাল, মো. সোলায়মান হোসেন ও শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমুখ।