কাউখালীতে প্রশিক্ষণ চলাকালীন চেয়ার ভেঙে শিক্ষক হাসপাতালে - দৈনিকশিক্ষা

কাউখালীতে প্রশিক্ষণ চলাকালীন চেয়ার ভেঙে শিক্ষক হাসপাতালে

দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর |

দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ চলাকালীন রিসোর্স সেন্টারে বসার চেয়ার ভেঙে পড়ে গিয়ে পদ্মা রানী দত্ত নামে এক প্রধান শিক্ষক আহত হয়েছেন।

তিনি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত পদ্মা রানী ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাউখালী উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। 

প্রশিক্ষণার্থী শিক্ষকরা জানান, মঙ্গলবার সকালে উপজেলার কচুয়াকাঠিতে রিসোর্স সেন্টারে ৫ দিনব্যাপী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক ‘একত্রীভূত করণের কৌশল: শিখন - শেখানো এবং মুল্যায়ন’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়। ওই প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মা রানী দত্ত চেয়ারে বসতে গিয়ে চেয়ার ভেঙে পড়ে আহত হন। এ সময় অন্য শিক্ষকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে সহকারী শিক্ষক স্বপন বিশ্বাস বলেন, রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ চলাকালীন প্রধান শিক্ষক পদ্মা রানী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। 

প্রধান শিক্ষক আল মামুন বলেন, কাউখালী উপজেলা রিসোর্স সেন্টারের অব্যবস্থাপনা দীর্ঘদিনের। এর আগেও সম্মানিত শিক্ষকদের ভাঙা, জোড়াতালি দেয়া চেয়ার থেকে একাধিকবার পড়েছেন।

নোংরা পরিবেশে বছরের পর বছর প্রশিক্ষণ কার্যক্রম চলে আসছে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রশিক্ষণ নেয়া যায় না, এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, কাউখালী রিসোর্স সেন্টার প্রশিক্ষণ গ্রহণ ও প্রদানের সম্পূর্ণ অনুপযোগী। এখানের ভৌত অবকাঠামো, আসন ব্যবস্থা, প্রয়োজনীয় আলো বাতাস, স্বাস্থ্য সম্মত টয়লেট, প্রয়োজনীয় ডিজিটাল উপকরণের কোনটাই নাই।  

বিষয়টি স্বীকার করে রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাহাফুজা খানম বলেন, রিসোর্স সেন্টারের ভবনটি ২০০৭ খ্রিষ্টাব্দে নির্মাণ করা হয়। তখন ভবন নির্মাণের সময় ঠিকাদার আসবাবপত্র সরবরাহ করেন। এরপর এখন পর্যন্ত এই রিসোর্স সেন্টার কোনো নতুন আসবাবপত্র সরবরাহ করা হয়নি। ওই পুরাতন চেয়ার টেবিল মেরামত করে আমরা ব্যবহার করছি।

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031471252441406