দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্হাপনের জন্য পিরোজপুরের কাউখালী উপজেলার ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণফোনের রাউটার ও সিম বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেয়া এসব রাউটার ও সিম তুলে দেয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রাউটার ও সিম সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের হাতে তুলে দেন। এসময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম জামান, মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় উপস্থিত ছিলেন। দ্রুত উপজেলার বাকি বিদ্যালয়গুলোতেও ইন্টারনেট সংযোগ দেয়া হবে।