ঝালকাঠির কাঠালিয়ায় চিকিৎসকের অবহেলায় সাপের কামড়ে সেলিম আকন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। উপজেলার তালতলা বাজারে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার তালতলা বাজারের সেলিম আকন নিজের মুদি দোকানে ছিলেন। এ সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। সেলিম তখন নিজেই উপস্থিত লোকজনদের বিষয়টি জানান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে যান।
নিহতের স্বজনদের অভিযোগ করেছেন, দায়িত্বরত চিকিৎসক তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমে চাবি নেই বলে জানিয়ে সময়ক্ষেপন করেন। প্রায় এক ঘণ্টা পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার চিকিৎসকের অবহেলার ব্যাপারে বলেন, সাপে কামড়ের ভ্যাকসিন পুষ করতে হলে রোগীর স্বজনের সম্মতিপত্রে স্বাক্ষর করার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম পুষ করতে পারেন নি। তার স্বজনরাই আগ্রহী হয়ে বরিশাল নিয়ে যায় বলেও দাবি করেন ডা. তাপশ কুমার।