মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলাপকালে দেশটির ‘বিধ্বংসী ও ঐতিহাসিক’ দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বুধবার এ কথা বলা হয়েছে। খবর এআফপি'র।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট কানাডিয়ান ও আমেরিকান কমিউনিটির ওপর প্রভাব ফেলা ভয়ংকর দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য উপায়ে ফেডারেল ফায়ারফাইটিং সুবিধা কাজে লাগাতে তার টিমকে নির্দেশ দিয়েছেন।
এরইমধ্যে এ দাবানলের কারণে ২০ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। প্রায় ৩৮ লাখ একর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাইডেন এক টুইট বার্তায় জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ফায়ার সার্ভিসের ছয় শতাধিক কর্মী এবং সংশ্লিষ্ট লোকবল নিয়োগ দিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডা এর আগে এত ভয়াবহ দাবানলের কবলে পড়েনি।
এদিকে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। নিউইয়র্কসহ দেশটির পূর্ব উপকূল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় গতকাল বুধবার বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বিগ অ্যাপলের (নিউইয়র্ক) মেয়র বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করেছেন, কারণ দূষণের ঘন কুয়াশা ম্যানহাটনের বিখ্যাত আকাশচুম্বী ভবনগুলো একটি ভয়ঙ্কর হলুদ আভা ঢেকে দিয়েছে, ফ্লাইটগুলো বিলম্বিত এবং ক্রীড়া ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে।
পর্যবেক্ষণ সংস্থা এয়ারনাউ বলেছে, বিকাল ৫টায় (গ্রীনিচ মান সময় ২১০০) বিগ অ্যাপলের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৪১৩-এর বিপজ্জনক স্তরে পৌঁছেছে।
মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো ও দক্ষিণের আটলান্টা পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ বায়ুদূষণ নিয়ে জারি করার সতর্কতার আওতায় পড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, কানাডায় ভয়াবহ দাবানলের কারণে বায়ুদূষণের পাশপাশি পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক পরিস্থতিত আরও খারপ হতে পারে।