চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নবিপুর উচ্চ বিদ্যালয়ের পাশে মহিষমারী রেলগেটের কাছে (৩৯০/২-৪ নং পিলারের কাছে) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মানসিক প্রতিবন্ধী ও ভিক্ষুক আবুল কালামের ছেলে প্রতিবন্ধী যুবক রশিদুল ইসলাম (১৯) কানে হেডফোন লাগিয়ে মোবাইলের গান শুনতে শুনতে বাড়ি থেকে রেললাইনে হেঁটে নবীপুর স্কুলের মোড়ের দিকে আসছিলেন। পথিমধ্যে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান মুকুল দৈনিক শিক্ষাডটকমকে জানান, নিহতদের পুরো পরিবারই মানসিক প্রতিবন্ধী। সবাই ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। নিহত রশিদুল ইসলামও মানসিক প্রতিবন্ধী, তবে সে শুনতে পেতেন।
দিনাজপুর রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এস আই রুবেল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, নিহতের কানে হেডফোন ছিলো। মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।