দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে সারা দেশে চলছে কারফিউ। দেশব্যাপী মোতায়েন রয়েছেন সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
আজ সোমবার রাজধানীর বেশির রয়েছে একেবারে ফাঁকা। এদিন সকাল দশটার সময় মধ্যবাড্ডায় দেখা যায়, রাস্তায় সেনাবাহিনীর টহল। এ এলাকা থেকে রামপুরা ব্রিজের দিকে এগোলে দেখা যায় ব্র্যাক বিশ্ববিদ্যলয়ের সামনে পুলিশের কড়া নিরাপত্তা।
সরেজমিনে দেখা যায়, বাড্ডায় দু-একটি রিকশা ব্যতীত কোনো ধরনের যানবাহন চলতে দেখা যায়নি। বাড্ডা ডিআইটির ১১ নম্বর রোডের সামনে পুলিশ যাকে পাচ্ছে তাকেই পেটাচ্ছে। বের হওয়ার সঠিক কারণ জানাতে না পারলে মোবাইল ফোন চেক করা হচ্ছে চেকিং।
এ সময় রামপুরা ব্রিজের দিকে এগোলে দেখা যায় সেনাবাহিনীর এপিসি ভ্যান ও পুলিশের সাজোয়া যান। কড়া নিরাপত্তা বেষ্টনীতে জড়িয়ে আছে বিটিভি ভবন। রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেল গেটের দিকে এগিয়ে গেলে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশের কড়া নিরাপত্তা চলছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বের হলেই করছেন লাঠিপেটা। এ সময় দু-একজনকে আবার রাস্তার পাশে বসিয়ে রেখে শাস্তি দিতেও দেখা গেছে।
মালিবাগ রেলগেট থেকে মৌচাক মার্কেট পর্যন্ত তেমন একটা পুলিশ-সেনাবাহিনীর টহল দেখা যায়নি। মৌচাক মার্কেট থেকে বাংলামোটর পর্যন্ত রাস্তায় সুনসান নীরবতা দেখা যায়। বাংলামোটর থেকে শাহবাগ প্রায় হাজার খানেক পুলিশ-সেনাবাহিনী দুপাশের রাস্তায় দখল করে দাঁড়িয়ে আছে।
এদিকে, শাহবাগের রাস্তায় কোনো ধরনের যানবাহন চলতে দেখা যায়নি। শাহবাগের চারপাশের রাস্তায় দু-একজন গণমাধ্যমকর্মী ছাড়া কোনো ধরনের লোকজনের উপস্থিতিও নেই।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ থেকে টিএসসির দিকে এগোলে দেখা যায় ক্যাম্পাসের প্রবেশ পথে সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। বাংলামোটর থেকে কারওয়ান বাজার পর্যন্ত পুলিশ-সেনাবাহিনীর তেমন একটা উপস্থিতি দেখা যায়নি।