বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে। সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে এই সুবিধা দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে তুলে পুলিশ কারাগারে পাঠানো আবেদন করেন।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আইনজীবীরা তাকে কারাগারে ডিভিশনসহ চিকিৎসা করার আবেদন করেন।
গত ২৮ অক্টোবর বিএনপি ডাকা সমাবেশে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধার ঘটনায় পুলিশ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে ৩৭ মামলা করা হয়েছে। যার মধ্যে মির্জা ফখরুল ইসলামকে একাধিক মামলার আসামি করা হয়েছে। এছাড়া তার নামে পুরনো একাধিক মামলা রয়েছে।
জেল কোড অনুসারে রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন প্রদান করা হয়। এছাড়া আদালতের নির্দেশেও কাউকে কাউকে ডিভিশন দেওয়া হয়। বিধি অনুসারে প্রথম শ্রেণির ডিভিশন-প্রাপ্তদের প্রত্যেক বন্দির জন্য আলাদা রুম থাকে। খাট, টেবিল, চেয়ার, তোষক, বালিশ, তেল, চিরুনী, আয়না সবকিছুই থাকে। আর তার কাজকর্ম করে দেয়ার জন্য আরেকজন বন্দিও দেয়া হয়। ছেলে বন্দির ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ছেলে আর মেয়ে বন্দির জন্য একজন মেয়ে থাকবেন।
তাছাড়া তিনি বইপত্র পাবেন এবং তিনটি দৈনিক পত্রিকা পাবেন। সাধারণ বন্দিদের চেয়ে ডিভিশন প্রাপ্ত বন্দির খাওয়ার মানও ভাল থাকে।