কমপ্লিট শাটডাউনে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়েছিলো দুর্বৃত্তরা। এ সময় জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও জীবন বাঁচানোর জন্য পালিয়ে যান সাজার মেয়াদ শেষের দিকের আসামিরাও। তবে এখন তারা ফের জেল হাজতে যাওয়ার জন্য মরিয়া হয়ে আদালত চত্বরে ধরণা দিচ্ছেন।
গত দুই দিনে মোট ১৩৬ জন আসামি বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে ফিরেছেন।
এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি কারাগারের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ সময় মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরাই কারাগারে হামলা চালিয়েছে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
জানা গেছে, নরসিংদী জেলা প্রশাসকের ঘোষণার পর সংশ্লিষ্ট আইনজীবীদের মাধ্যমে বারের সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলামের নেতৃত্বে গত সোমবার ১০ জন এবং গতকাল মঙ্গলবার ১২৬ জনসহ মোট ১৩৬ জন ডুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করেছেন।
এর আগে গত শুক্রবার বিকেলে জেলা কারাগারে হামলা করে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফলে সাধারণ আসামিরাও প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যান।