গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাদক মামলায় বন্দি এক হাজতি মারা গেছেন। রোববার দুপুর পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাজতি মো. সুজন (৩৬) (হাজতি নং-২১৮৮/১৮)। তিনি শরিয়তপুর জেলার চিকন্দী গ্রামের বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, দুপুরে কারাগারের ভেতর হঠাৎ অচেতন হয়ে পড়েন হাজতি সুজন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুজনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, হাজতি সুজনের বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু ছিল। তিনি ২০১ খ্রিষ্টাব্দ থেকে কারাগারে বন্দি ছিলেন।