দেরিতে হলেও বিভিন্ন বেসরকারি-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় হচ্ছে। আজ বৃহস্পতিবার চেক ছাড়ের সম্ভবনা আছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এমপিওর টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রতিমাসে ৫ তারিখের ভেতর স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড় হয়ে থাকে। কিছুটা দেরিতে হলেও মাসের প্রথম সপ্তাহেই কারিগরি শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ছাড় হয়। তবে চলতি নভেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত এ চেক ছাড় করতে পারেনি কারিগরি শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে জানতে চাইলে এমপিও শাখার সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কিছু জটিলতায় এ মাসের এমপিওর চেক ছাড়ে দেরি হয়েছে। তবে আজ বৃহস্পতিবারই চেক ছাড় হতে পারে। আমরা চেক পাওয়ার অপেক্ষায় আছি। হয়তো আজই চেক ছাড় করা যাবে। আর শিক্ষকরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। ইতোমধ্যে এমপিও শিট ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শুরু হচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।