দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের (২০২৪ খ্রিষ্টাব্দ) উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত ঈদ উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
বুধবার (৩ এপ্রিল ) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষকদের ঈদ উৎসব ভাতার স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৩.২৩-৩৬৪,৩৬৫,৩৬৬ ও ৩৬৭; তারিখ: ০৩-০৪-২৪
প্রচলিত বিধি অনুসারে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব বোনাস দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।