ছয় মাস মেয়াদি জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম কারিগরি শিক্ষা বোর্ডের অধিনেই চলমান রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শর্ট কোর্স ঐক্য পরিষদ। গত রোববার কারিগরি শিক্ষা বোর্ডে এ কর্মসূচি পালন করা হয়। বেসিক ট্রেড কোর্স পরিচালনাকারি প্রতিষ্ঠান প্রধানেরা এতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ৬ মাস মেয়াদি এই কোর্সটি কারিগরি শিক্ষাবোর্ডের আওয়াতায় না রেখে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আওতায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পরিচালিত এ কোর্সটি কারিগরি শিক্ষার হার বাড়ানোসহ উন্নয়নের মাধ্যমে দেশের জিডিপিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কিন্তু জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং কারিগরি শিক্ষা বোর্ড এর কার্যপরিধির দ্বৈততা বিষয়ে মতামত জানতে চেয়েছে।
এমনকি ২০২২ খ্রিষ্টাব্দের ৩১ জুলাই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর গভর্নিং বোর্ডের সভার কার্যবিবরণীর ৮ নং ক্রমেও কোর্সটি পরিচালনার দায়িত্ব বাকাশিবোর হাতে থাকছে না বলে সিদ্ধান্ত হয়। এ কোর্স সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেয়ায় দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত ৬ মাস মেয়াদি কোর্স পরিচালনা প্রতিষ্ঠানের উদ্যোক্তা, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ড থেকে বন্ধ করলে এনএসডিএ-এর অধীনের প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষার্থী স্বল্পতায় পড়বে এবং সেই সঙ্গে দেশের কারিগরি শিক্ষার হার মুখ থুবরে পড়বে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।