কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তি কার্যক্রমে বাদ পড়া নতুন কোর্সের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
এসব শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদনের ওয়েব অ্যাপ- ডেটা টার্মিনাল ইকুইপমেন্টে উপবৃত্তি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (ডিটিই উপবৃত্তি এমআইএস) আওতায় আনতে একগুচ্ছ নির্দেশনা অনুসরণ করতে হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদানের চলমান কার্যক্রমে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ইতোপূর্বে অন্তর্ভুক্ত ছিলো কিন্তু ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব কোর্স-কারিকুলাম এখনো ডিটিই উপবৃত্তি এমআইএস অন্তর্ভুক্ত হয়নি সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লিখিত নির্দেশনা
অনুসরণ করার জন্য বলা হলো:
১. ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট উপবৃত্তি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে যে সব কোর্স বা কারিকুলাম অন্তর্ভুক্ত করতে হবে তা উল্লেখ করে মহাপরিচালক বরাবর আবেদন করে আবেদনপত্র (কোর্স বা কারিকুলাম অনুমোদনের কপিসহ) স্ব-স্ব আঞ্চলিক পরিচালকের অফিসে জমা দেবেন।
২. ২১ আগস্ট প্রকাশিত ‘উপবৃত্তি কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি’ অনুযায়ী এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন করার প্রয়োজন নেই।
এ ছাড়াও আঞ্চলিক পরিচালকরা নির্দেশ ‘ক’ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত আবেদনপগুলোর কাগজপত্র সঠিকতা যাচাই করে তা কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সুপারিশসহ পাঠাতে হবে।
‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩’ এর প্রযোজ্য সব নির্দেশ প্রতিপালন করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।