কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্তির কাজে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়েছেন নতুন মহাপরিচালক মো. আজিজ তাহের খান। মঙ্গলবার বিকেলে অধিদপ্তরের অডিটরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি তাগিদ দেন।
সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, গত ২২ জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন পান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. আজিজ তাহের খান। প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের এ কর্মকর্তা গত সপ্তাহে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দেন। মঙ্গলবার তিনি অনুষ্ঠানিকভাবে অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও কার্যক্রম নিয়ে শিক্ষক-কর্মচারীদের অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, এ অধিদপ্তরের এমপিওভুক্তিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘদিনেও এমপিওর আবেদন প্রক্রিয়াকরণ না হওয়া, কয়েকমাস ফেলে রাখার পর আবেদন বাতিল করা ইত্যাদি অভিযোগ প্রায়ই শোনা যায় শিক্ষক-কর্মচারীদের মুখে। এদিকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার প্রথম দিনেই নবনিযুক্ত মহাপরিচালক এমপিওভুক্তির কাজ গতিশীল করার তাগিদ দিলেন।
মহাপরিচালক সভায় বলেন, যোগদানের পরই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে সচিব মহোদয় তাকে এমপিওর কাজ গতিশীল করতে বলেছেন। সভায় তিনি এমপিও শাখার কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তারা যেনো এ বিষয়টিতে নজর দেন।
তিনি আরো বলেন, নিয়োগ কার্যক্রম চালিয়ে সংকট নিরসন ও প্রকল্পগুলোকে সচল করার তাগিদ দিয়েছেন কারিগরি সচিব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক।
ওই অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট শাখার (পিআইডব্লিউ) পরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠান শেষে এমপিও শাখার কাজের স্থবিরতা নিয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে মন্তব্য জানতে অনুষ্ঠান শেষে পরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দপ্তরে তার দেখা মেলেনি।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।