কারিগরির এমপিওভুক্তিতে গতি আনার তাগিদ নতুন ডিজির - দৈনিকশিক্ষা

কারিগরির এমপিওভুক্তিতে গতি আনার তাগিদ নতুন ডিজির

রুম্মান তূর্য, দৈনিক শিক্ষাডটকম |

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্তির কাজে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়েছেন নতুন মহাপরিচালক মো. আজিজ তাহের খান। মঙ্গলবার বিকেলে অধিদপ্তরের অডিটরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি তাগিদ দেন।

 সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, গত ২২ জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন পান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. আজিজ তাহের খান। প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের এ কর্মকর্তা গত সপ্তাহে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দেন। মঙ্গলবার তিনি অনুষ্ঠানিকভাবে অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও কার্যক্রম নিয়ে শিক্ষক-কর্মচারীদের অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, এ অধিদপ্তরের এমপিওভুক্তিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘদিনেও এমপিওর আবেদন প্রক্রিয়াকরণ না হওয়া, কয়েকমাস ফেলে রাখার পর আবেদন বাতিল করা ইত্যাদি অভিযোগ প্রায়ই শোনা যায় শিক্ষক-কর্মচারীদের মুখে। এদিকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার প্রথম দিনেই নবনিযুক্ত মহাপরিচালক এমপিওভুক্তির কাজ গতিশীল করার তাগিদ দিলেন।

মহাপরিচালক সভায় বলেন, যোগদানের পরই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে সচিব মহোদয় তাকে এমপিওর কাজ গতিশীল করতে বলেছেন। সভায় তিনি এমপিও শাখার কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তারা যেনো এ বিষয়টিতে নজর দেন।

তিনি আরো বলেন, নিয়োগ কার্যক্রম চালিয়ে সংকট নিরসন ও প্রকল্পগুলোকে সচল করার তাগিদ দিয়েছেন কারিগরি সচিব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক।

ওই অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট শাখার (পিআইডব্লিউ) পরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন উপস্থিত ছিলেন না।

অনুষ্ঠান শেষে এমপিও শাখার কাজের স্থবিরতা নিয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে মন্তব্য জানতে অনুষ্ঠান শেষে পরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দপ্তরে তার দেখা মেলেনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী - dainik shiksha শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত - dainik shiksha কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত উপহার দিলেই এমপিওভুক্তি! - dainik shiksha উপহার দিলেই এমপিওভুক্তি! কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী - dainik shiksha কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত - dainik shiksha ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ - dainik shiksha কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ - dainik shiksha শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031380653381348