ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাউন্ডারি ওয়ালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া রুবেল (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে রাত ২টার দিকে কার্জন হলের উত্তর পাশের বাউন্ডারি ওয়ালের বাইরে রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজন এবং তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা গেছে, রুবেল ভবঘুরে প্রকৃতির এবং মানসিক সমস্যা রয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে রুবেলের মামাতো ভাই মো. সজীব জানান, রুবেল থাকতো আনন্দবাজারে এলাকায়। ভবঘুরে এবং মাদকাসক্ত ছিল সে। তার বাবা মা কেউ বেঁচে নেই। গত রাতে খবর পেয়ে তারা কার্জন হলের পাশে ফুটপাতে ওয়ালের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
তারা জানান, তার বাবার নাম মৃত রঙ্গিলা। অনেক বছর আগে বিয়ে করেছিল রুবেল। তবে বউয়ের সাথেও তারা কোন যোগাযোগ নেই।