আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে মুরাদনগরে। অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে। উপজেলার চাপিতলা ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে মুরাদনগর যাচ্ছেন মন্ত্রী।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. মোসলে উদ্দিন সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন।
জানা গেছে, ১৯৭০ খ্রিষ্টাব্দে তৎকালীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক আব্দুর রাজ্জাক ৩৩ বছর বয়সে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্কুলটিতে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটির অনেক সাবেব শিক্ষার্থী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।