২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেয়ার বিরোধিতা করে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। এতে সৎ করদাতাদের নিরুৎসাহিত এবং যারা কর দেন না, তাদের উৎসাহিত করা হচ্ছে। এটি কোন বিবেচনায় যুক্তিসংগত? গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মাসুদ উদ্দিন বলেন, কালোটাকা দুই রকম। একটা বেশি কালো, আরেকটা কিছুটা কম কালো। কম কালো যেটা, তা অর্জনের রাস্তা বৈধ কিন্তু কর দেননি—যেমন চিকিৎসক, আইনজীবীদের আয়। এটা কর দিয়ে বৈধ করার সুযোগ দেয়া যায়। কিন্তু যেটার অর্জনের রাস্তাই অবৈধ সেটাকে কোনোভাবেই বৈধতা দেয়া যাবে না। এ ক্ষেত্রে দিতে হলেই জরিমানা দিয়ে এবং বিনিয়োগের শর্ত দিয়ে তা করা যেতে পারে।
অন্যদিকে সম্পূর্ণ বিপরীত মত দিয়েছেন কিশোরগঞ্জের স্বতন্ত্র এমপি সোহরাব উদ্দিন। তিনি বলেন, এর আগে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেয়া হয়েছিল। কেউ টাকা সাদা করেনি। ১৫ শতাংশ কর দিতে হলে কেউ অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে না। এটি ৫ শতাংশ করা হলে বিপুল অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে মানুষ।