গাজার দক্ষিণাঞ্চল রাফাহতে একটি কিন্ডারগার্টেন স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে। খবর আল জাজিরা
বিমান হামলার কারণে রাফাহ’র পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা বাড়ছে। হামলায় সেখানে ২৪ জন নিহত হয়েছেন। ইসরায়েল বাহিনী এখন সেখানে স্থল অভিযান চালানোর কথা জানিয়েছে।
এদিকে যুদ্ধ শেষ না করলে এবং গাজাবাসীদের ওপর হামলা বন্ধ না করলে লোহিত সাগরে আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন হুতি বিদ্রোহীরা।
ইসরায়েল বাহিনী খান ইউনিসেও বিমান হামলার পাশাপাশি শেল ছুড়ে যাচ্ছে। তাদের হামলা থেকে ইউরোপিয়ান হাসপাতালও রক্ষা পায়নি।
ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ হাজার ৬৩০ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ১৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে ৩৮২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন ইসরায়েল সেনাবাহিনী।