ঝালকাঠির রাজাপুরে ১৫ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ভূক্তভোগী কিশোরীর নানী বাদি হয়ে তিন অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, মো. ইউনুছ হাওলাদারের ছেলে মো. রবিউল হাওলাদার (২০), মো. রুহুল প্যাদার ছেলে মো. মিরাজ প্যাদা (৩২), আব্দুল করিম সিকদারের ছেলে মো. রিপন সিকদার (৩২)। তারা সবাই উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বাদি অস্বচ্ছল হওয়ায় তিনি উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে সেখানে বসবাস করেন। গত এক সপ্তাহ মেয়ের ঘরের নাতনি ওই কিশোরী তাকে দেখতে আসেন। গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার পর ওই কিশোরীর পূর্ব পরিচিত রবিউল হাওলাদার আশ্রয়ণ প্রকল্পে ঘরে এসে কিশোরীকে ডেকে রাস্তায় নিয়ে যায়। এরপর সেখানে আগে থেকেই রাখা রবিউলের মিনি পিক-আপে মেয়েটিকে তুলে কাছের একটি বাড়ির সামনে নিয়ে বিয়ের প্রলভোন দেখিয়ে ধর্ষণ করে। পরে রাত তিনটার দিকে মিনি পিক-আপ করে মেয়েটিকে আশ্রয়ণে রেখে যায় রবিউল। এ সময় বিষয়টি ওই স্থানের দুই পাহাড়াদার রিপন ও মিরাজ দেখে ফেলে। রাত সাড়ে ৩টার দিকে তারা দুইজন বাদির আশ্রয়ণ প্রকল্পের ঘরে যায়। সেখানে মিরাজ বাদিকে কথা বলার ছলে কৌশলে রাস্তায় ডেকে নিয়ে যায়। এসময় ওই কিশোরীকে রিপন ধর্ষণ করে। একই কায়দায় পরে তৃতীয় দফায় মিরাজও মেয়েটিকে ধর্ষণ করে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় আরো জানান, ভূক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী রেকর্ড করতে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।