কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) তে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্লাটফর্ম `টেডএক্স' এর উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সে সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
টেডএক্স ইভেন্টে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি কার্যকরী ভিশন তৈরির উপর জোর দিতে হবে এবং মুখস্ত বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিংকিং, অথেন্টিক লার্নিং, সহনশীলতা, বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে কন্টেন্ট নির্মাতা সাদমান সাদিক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিএইচআরও আতিক উজ জামান খান, গীতিকার ও সুরকার হায়দার হুসেন, ফটোসাংবাদিক জিএমবি আকাশ, নেক্সট ভেঞ্চারসের সিইও আবদুল্লাহ জায়েদসহ আরো অনেকে বক্তব্য দেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি ‘টেডএক্স ইভেন্ট’ আয়োজনের জন্য টেড থেকে অনুমোদন পায়।