কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির তিন নেতার ওপর হামলাকারীদের বিচারের দাবিতে শান্তি সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। বুধবার রাত আটটার সময় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই শান্তি সমাবেশ পালন করা হয়।
আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, ঘটনার আট দিন পেরোলেও কার্যত কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখতে পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম পদক্ষেপ স্মার্ট ক্যাম্পাস এবং বঙ্গবন্ধু সেই প্রগতিশীল ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আমাদের এই স্মার্ট, শান্তিপূর্ণ, যৌক্তিক এবং প্রগতিশীল আন্দোলন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পালন করে যাবো। এই শান্তি সমাবেশ এবং মোমবাতি প্রজ্বলন থেকে সকল সহিংস ঘটনার নিন্দা জানাই এবং অশুভ শক্তির বিনাশ দাবি করছি।
এর আগে হামলাকারীদের বিচার চেয়ে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা ৯ মার্চ ও ১৩ মার্চ দুইটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা পাঁচ দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনি পরামর্শক নিয়োগ, অছাত্র, বহিরাগত ও একাধিক মামলার আসামিদের হলে উঠা ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশে আজীবনের জন্য নিষিদ্ধ করা, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরী সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় পরিবারের সব স্তরের স্টকহোল্ডাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া।