মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত শিক্ষকদের মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এই ম্যাচে অংশ নেয় ব্যবসায় শিক্ষা, আইন ও প্রকৌশল অনুষদের শিক্ষকদের সমন্বয়ে গঠিত হয় লাল দল এবং সামাজিক বিজ্ঞান, কলা ও বিজ্ঞান অনুষদের শিক্ষকদের সমন্বয়ে গঠিত হয় সবুজ দল। এতে সুপার ওভারে সবুজ দলের বিপক্ষে ৯ রানে জয়লাভ করে লাল দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লাল দলের ব্যাটাররা ১৫ ওভারে করে ১২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন জাহিদ হাসান।
অন্যদিকে ১২৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সবুজ দলের জয় রাজবংশীর ৩৬, মো. নাহিদুল ইসলাম ২৮ ও কাজী এম আনিছুল ইসলামের ২৪ রান করে ম্যাচ ড্র করেন। পর সুপার ওভারে লাল দল ১৮ রানের টার্গেট দেয় সবুজ দলকে। তাতেই নয় রানে পরাজয় ঘটে সবুজ দলের।
খেলা শেষে ক্রীড়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের এই কমিটি গত এক বছর ধরে কাজ করে যাচ্ছে। আমাদের খেলাধুলার ইভেন্টগুলোর জন্য উপাচার্য স্যারকে অনেক ধন্যবাদ। তিনি প্রতিবারই আমাদের বিশেষভাবে উৎসাহিত করেছেন এই ক্ষেত্রে। পাশাপাশি অনুষদগুলোর ডিন স্যারদেরও কৃতজ্ঞতা জানাই।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, যে শিক্ষকরা শুধু ক্লাসে পড়ান আর নিজেদের রিসার্চ নিয়ে ব্যস্ত থাকেন তারাও যেই উৎসাহ নিয়ে ক্রিকেট খেলেছেন তা দারুন। শিক্ষকদের মধ্যকার বন্ধন জোরদার করতে এই ধরনের আয়োজন জরুরি।