দৈনিক শিক্ষাডটকম, ময়মনসিংহ: জাতীয়পর্যায়ে কুরআন তেলাওয়াতে প্রথম স্থান অর্জন করেছেন মুক্তাগাছার কৃতী সন্তান নূর মোহাম্মদ সাঈদ।
সাঈদ উপজেলার মানকোন ইউনিয়নের সদাশিববাড়ি এলাকার মানিক মিয়ার ছেলে এবং পৌরসভার হৃদয় মোড় এলাকার মারকাজুত তাহফিজ ইন্টা: মাদ্রাসার হিফজ বিভাগের কৃতী ছাত্র।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় কিরাত বিষয়ে ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেন সাঈদ। সারা দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তাকে প্রথম ঘোষণা করেন বিচারকরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বিজয়ী সাঈদের হাতে সনদসহ নগদ টাকা তুলে দেন। পরে বৃহস্পতিবার বিকালে মুক্তাগাছা পৌরসভার আয়োজনে সাঈদকে সংবর্ধনা দেন পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার। এ অর্জনে সর্বমহলের প্রশংসা পাচ্ছেন নুর মোহাম্মদ সাঈদ।
সাঈদের এমন বিজয়ে তার মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল বাছীর নোমানী বলেন, সাঈদ অনেক মেধাবী। খুব সহজেই মক্কা-মদিনার ইমামদের তেলাওয়াত আয়ত্ত করতে পেরেছে সে। তার এমন অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত।